আমি বারবার ফিরে আসি অরণ্যের কাছে,
ব্যাকুল মন হারিয়ে যাই সবুজের মাঝে।
ছুটে যাই রাত দুপুর সকাল সাজে,
নির্জনে দীর্ঘশ্বাস ফেলি, ভাবি স্তব্ধতার কাছে।
ক্ষণেক্ষণে চেয়ে দেখি মেঘের ভাঁজে ভাঁজে,
একলা জেগে রই অসংখ্য তারা মাঝে।
গোধূলীর পরে দেখি জোনাকিরা খেলা করে,
নতুন সূর্যের আগমনে কোকিল ডাকে ভোরে।
নীল গগনে মেঘ বৃষ্টির রোদের খেলা,
সোনালী দুপুরে ঘাস ফড়িং এর মেলা।
আনমনে কত আলো আঁধার চলে গেল!
চেনা পৃথিবীটা অচেনা, আজ কি হল?
২০ মার্চ, ২০১৯খ্রিঃ || আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া