থমকে গেছে ঘড়ির কাটা
শৃঙ্খল পৃথিবী,
চার দেয়ালের ভিতর ঘরবন্ধি
সংক্রামিত শতাব্দী।
শত্রু শত্রু খেলা করে
কীর্তির মহিমা,
ক্ষয়িষ্ণু পৃথিবীর জনহীন নগরে
যুদ্ধের দামামা।
শোকাচ্ছন্ন পৃথিবী অব্যক্ত মন
নিশ্চিহ্ন যুগপৎ,
নতুন পৃথিবী নতুন সূর্য
নিবিড় দৃষ্টিপথ।
শূণ্য হাঁড়ি নুন্তা জল
ক্ষুধার্ত পৃথিবী,
দ্বি-প্রহরে মৃত্যুর আনাগোনা
নিদ্রাহীন পৃথিবী।