হিমালয় পেরিয়ে
শীত বুড়ি এলোরে;
কন কনে ঠান্ডায়
প্রাণ বুঝি গেলোরে।
মাঠ ঘাট ঢেকে যায়
কুয়াশার চাদরে;
সূর্যের লুকোচুরি
মেঘেদের আড়ালে।
হিম হিম বাতাসে
গ্রাম আর শহরে ;
ঠান্ডার তীব্রতা
যায় যে ছড়িয়ে ।
ঠান্ডায় জবুথবু
ছেলে বুড়ো সকলে;
উষ্ণতা পেতে চায়
লেপ কাঁথা জড়িয়ে।
হিম হিম সকালে
খেজুরের রস আর;
ধোঁয়া ওঠা ভাপা পিঠা
আহ্ কি মজারে।