অতিমানবীয় আবেগে আমার সত্তাকে আন্দোলিত করে
তুমি চলে গেছো নিভৃতে অভিমানে অনেকটা দূর ।
তোমার প্রস্থান আমার অস্তিত্বকে করেছে বিলীন ।
কালবৈশাখী ঝড়ের শেষে লণ্ডবণ্ড প্রকৃতির মতো-
বিধ্বস্ত আমি।
উত্তাল সাগরে ভাসমান চিপ নৌকোর মতো-
উন্মাতাল আমি।
হাহাকার আর রোদনে ভারি আমার চারপাশ;
শুধু এটুকুই বলবো
ফিরে এসো প্রিয়তমা,
প্রিয় প্রাঙ্গণে,
ফিরে এসো চেনা ঠিকানায়।
ফিরে এসো ,
মরা গাঙে জোয়ার হয়ে ;
বিরান বুকে ছলাৎছলাৎ ঢেউ তুলে।
ফিরে এসো,
রূপালি চাঁদ হয়ে ;
নীল জোছনার মায়াবী উথাল পাথালে ভাসিয়ে।
ফিরে এসো ,
বসন্ত হয়ে ;
মৃত বৃক্ষে পত্র পল্লবীর সজীবতা নিয়ে ।
ফিরে এসো প্রিয়তমা,
উষ্ণ আলিঙ্গনে তোমাকে করবো বরণ।

#কাব্য: ফিরে এসো প্রিয়তমা
✍️-ফারুক আফসারী
       আবুধাবি,ইউ,এ,ই