নাগরিক কোলাহল সাঙ্গ হয় জাগতিক নিয়মে।
নিস্তব্ধতা নেমে আসে ক্লান্ত বাতাসে ;
রাতের ডানায় ভর করে অন্ধকারের শামিয়ানা ,
বুনো উল্লাসে মাতে হুতুম পেঁচা আর নিশাচরের দল।
রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ে নীরবতা ।
রাতজাগা প্রহরীর মত আমি একা জেগে থাকি,
কী যেনো কী হয়ে গেছে আমার !
আমি আমার মাঝে আবিষ্কার করি অচেনা এক আমাকে ।
কি এক অজানা অস্পর্শ অদৃশ্যের মায়া অনুভব করি।
কই এমনতো আগে কখনো হয়নি আমার!
যেনো অতি কাছের কেউ আমাকে ছেড়ে যাচ্ছে আর আমি তার পিছনে ছুটছি।
সব কেমন যেনো গুলিয়ে যাচ্ছে,
সহস্রাব্দের বিষাদ ভর করে আমায়।
হৃদপিন্ডে টানটান ব্যাথা ।
রাত্রি ক্রমেই গভীর হয়।
ট্রেন মিস্ হওয়া যাত্রীর মতো অপেক্ষার প্রহর গুনি;
আমার বিনিদ্র আঁখি খোঁজে সোনালি আভা।
আমি জেগে রই সেই সোনালি ভোরের প্রতীক্ষায়।
একটি বিনিদ্র রাত আর আমি
✍️-ফারুক আফসারী