রৌদ্র দীপ্তময় ঐ সুনীল গগণে
চেয়ে থাকি বড্ড দুপুরে,
সাদা মেঘের ভাঁজে সুপ্ত আলপনা
যেন তোমারি হাতের কঙ্কণ।

কোন অমাবর্শা কেটে গেছে
বহুকাল আগে সেই বহুকাল,
আমি রয়েছে তোমার শরীরে
মনেরই গুচ্ছমূলে এঁকেছো তুমি।

কি যে স্বনীল ক্যানবাসে
গগণে গগণে যেন হয় কথা,
মিতালি রবে না আর দুয়ারে
যাযাবর হয়ে রইবো পড়ে শেষে।