সেই নিষিদ্ধ ঘেরা চারিটাতে
যদি আবারও না আসি ঘুরে,
যদি না পড়ে মোর ছায়া,
তবে অব্যক্ত যন্ত্রণার বার্ন,
কিভাবে যাবে মুছে চিরতরে?
না বলা দুখে পেয়েছি যত ব্যথা,
ভেঙ্গে গেছে যেখানে এসে সব নীরবতা,
বহুকাল পরে আবারও সেই সুধা,
পাইনি খুঁজে স্থিরতা.......!!
পাই নি খুঁজে চঞ্চলতা........!!
তবু আরাধ্য বেদনা.........!!!!!
মিছে গেছে সাধনা........!!!
সময়ের প্রাক্কালে...........!!!!
সেই তো বহুকাল আগে......।।
বহুকাল আগে..........।।
তুমি ছিলে না,......
তুমি নেই......
তুমি থাকবে না....
তবু তুমি রবে.....
নিষিদ্ধ সেই নিঃশ্বাসে............!