দংশিল হৃদপিণ্ডটা অনীহার ছলে
লুণ্ঠন নাহি সাজে আপন প্রাণ বাঁচে।
নেই নারীর দ্বিধা মূর্ত সর্বনাশী কথন
নেহাতি বাঁধিয়া তার অশ্রুবারি নামে।

কিঞ্চিৎ আশার কিরণ উঠে না মনে
কি যন্ত্রণা চিত্তে আসে বুঝে না সে যে,
প্রগাঢ় ক্লেশ নিমেষেই শেষ তাকে ঘিরে
উন্মাদ প্রকৃতি সত্য আর্কষণে নাচে।

অবুঝ নারী বুঝে না যে কোনো মতে,
প্রবৃত্তির নেশা মিঠে না কিছুতে।
আসে না যে মূঢ়তা মোর চাওয়া-পাওয়ায়
সেই বুঝে না এতোটা সহসা নেই তৃষ্ণা।