প্রতিবিম্ব পড়ে মোর ঐ আয়নাতে
নিজেকে দেখে আমি ভাবি নিজে রে নিয়ে
কতটা অবহেলায় রেখেছি মোরে
শুধু তুমি নেই বলে নিয়মহীন পথচলায়।।
ভেবে পাই না যে কোনো কিছুতে
ছেড়ে যাওয়াটাই কি ছিলো সমাধান?
নিজেকে নিয়ে আমার যে কত অনীহা
শুধু তুমি নেই বলে এমন উদাসীনতা।।
পড়ে না কি মোর কথা তোমার মনে
ভুলেছে তুমি সেই কোনো অভিমানে?
নিজেকে পাই না খুঁজে যে কোনো কিছুতে
শুধু তুমি নেই বলে ছন্দহীন এই কবিতা।।