পিরিত চিত্তের বেদন নতুবা হতাশ
আমাতে মুগ্ধতা নেই তার আর,
যাও দিলাম ছেড়ে মুক্ত গগনে,
কিছু নেই আর বাহুতে আত্মহনন।

কাছেতে এতো বিতৃষ্ণা এলো কি করে?
মনেতে নেই ক্রোশ কেন তা নেই তার
নাচিয়া বেড়াই সেই আমাকে ভুলে
বুঝতে পারে না যে কি বেদন তাতে।

ব্যথিত হৃদয় লিখিতে নাহি চাই
কি লিখিবো আর তোমার তরে
যেথাতে লিখছি কথা আমার লাগিন
তুমি নেই তাই অন্য কারো গল্পে রঙিন।।