নিমগ্নতা তোমার প্রিয় গানে
দূরত্ব বিষণতা থেকে হাজার দূরে,
তোমার নয়নে আসার ভেলা
তোমার আশায় গুনছি যে প্রহর।

কি করে গেলে চলে কথাহীন মনে?
আছে কি কোনো যৌক্তিক কারণ?
তবুও আমি কেনো তোমাকে চাই?
এটা আমার নয় তো কোনো দূর্বলতা?

হয়তো বলতে চেয়েছি পারি নি বলতে।
হয়তো আছে না হয় কি যেতাম ছেড়ে।
ভালোবোসো তুমি আমাই নিঃস্বার্থ মনে।
কখনো নয়,আমার অপরাধে আমি দোষী।