নিচক তোমার আহ্বানে
এতো আশার গুড়া বালি
ঐ পথের সীমাহীন প্রান্তরে
রয়েছি পড়ে বহুদূরে!

হারিয়ে যাওয়ার পালায় যদি
নাও বা খোঁজো আমায়
কেনই বা তুমি লুটিয়ে রইবে
সেথার স্বপ্ন গাঁতায়।

ভুলে গেছো আমাই নিরবে
পারি নি কেন আমি ভুলতে
বুঝে না কেন এই মন
কেন তোমার জন্য কাঁদে।

সবই যদি হতো অলীকত্বে
তবে কি আছে আর বলার
তোমার মাঝে আমাকে
দেখেছি আমি সর্ব সময়ে।