আবার যদি হতাম ছোট
শুতাম মায়ের কোলে,
ছোট্ট ভুলে ঝড় উঠাতাম
দুষ্ট দিদির চুলে।
ষোল আনা দস্যিপানায়
কাটতো আমার দিন,
আজ কেন হায় সুখের ভেলা
দুখের জলে লীন।
সেদিনগুলো কোথায় গেল
আজকে আমি বড়,
হারানো স্মৃতি সিঁথি তুলে
হয়েছে যে আজ জড়ো।
মায়ের মায়া দিদির ছায়া
থাকতো আমার পাশে,
বাবার আদর পেয়ে বাঁদর
হতাম অবশেষে।
রঙিন ঘুড়ি উড়তো কত
নিদাঘ দুপুর বেলা,
বিকেল হলে সবে মিলে
হতো কত খেলা।
পুতুল বিয়ে নিয়ে কত
হতো মারামারি,
খেলনা নিয়ে দিদির সাথে
কত হতো আঁড়ি।
গ্রাম্য খেলার আসরগুলো
ভাসে মানসপটে,
তীর ছেড়ে আজ মাঝ নদীতে
কেমনে যাব তটে।
মুঠো পুরে পাড়া ঘুরে
খেতুম মিঠাই খই,
ভেবে দেখি আগের খোকা
আজকের আমি নই।