আমি যাযাবর চির বর্বর
ভয়াল বিবরে বাস,
বিবেকের বাসা ভাঙিয়া করেছি
পাতকীর পাপ চাষ।
যাপিত জীবনে অতি গোপনে
করেছি গো কত পাপ,
অভিশাপ শত কুড়ায়ে করেছি
সত্যের অপলাপ।
স্বার্থ হাসিলে মিথ্যে মিছিলে
কত যে দিয়েছি যোগ,
অদেখা ভুবন ডাকে নি তখন
রাখে নি চোখে চোখ।
বাজে নি প্রাণে পড়ে নি মনে
পুঁথির পঠিত পাঠ,
বুঝিনি কখন মাড়িয়ে এসেছি
মরণের চৌকাঠ।
থাকিতে বেঁচে মানিনি যেচে
শান্তির শরীয়াত,
মরেছি বেঘোরে জানাই বিধিরে
বিদেহীর ফরিয়াদ।