ফররুখ আহমদ

Farrukh Ahmad

ফররুখ আহমদ
জন্ম তারিখ ১০ জুন ১৯১৮
জন্মস্থান মাগুরা, বাংলাদেশ
মৃত্যু ১৯ অক্টোবর ১৯৭৪
সমাধি ঢাকা, বাংলাদেশ

কবির পুরো নাম সৈয়দ ফররুখ আহমদ। তিনি ১৯১৮ সালের ১০ই জুন বর্তমান বাংলাদেশের মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন। তিনি বিংশ শতাব্দীর 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিত। তিনি সর্বাধিক বাংলা সনেটেরও রচয়িতা। তাঁর কবিতায় ইসলামিক দর্শনের পাশাপাশি আধ্যাত্মিকতা, দেশপ্রেম ও মানবতার প্রতিফলন দেখা যায়। তাঁর কবিতাগুলোর মধ্যে "সাত সাগরের মাঝি" এবং "নওফেল ও হাতেম" উল্লেখযোগ্য। তিনি যদিও ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতার কট্টর সমর্থক ছিলেন, ইসলামিক চিন্তা-চেতনা লালনের জন্য স্বাধীন বাংলাদেশে তিনি বেশ অবহেলিত ও কষ্টকর জীবন যাপন করেছেন। শারীরিক অসুস্থতা এবং টাকার অভাবে নিয়মিত না খেয়ে রোজা রাখায় ১৯৭৪ সালের ১৯শে অক্টোবর ২৭শে রমজানে তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি বাংলা একাডেমি পুরস্কার, প্রাইড অব পারফরমেন্স, আদমজী সাহিত্য পুরস্কার, ইউনেস্কো পুরস্কার ইত্যাদিতে ভূষিত হয়েছেন। মৃত্যুর পর ১৯৭৭ সালে তাকে মরণোত্তর একুশে পদক, এবং ১৯৮০ সালে স্বাধীনতা পদক দেয়া হয়।


এখানে ফররুখ আহমদ-এর ২০টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
পাঞ্জেরি
পদ্মা
সিরাজাম মুনীরা
সাত সাগরের মাঝি
ফাল্গুনে
এই সব রাত্রি
শীতরাত্রির আলাপ
স্বর্ণ ঈগল
তুফান
সিলেট ষ্টেশনে একটি শীতের প্রভাত
ঝুমকো জবা
বন্দরে সন্ধ্যা
ফারাক্কা বাঁধ
বর্ষার বিষণ্ণ চাঁদ
সিন্দবাদ
বৃষ্টির ছড়া
শাহরিয়ার
ঝরোকা
কাঁচড়াপাড়ায় রাত্রি
পুরানো মাজারে