হায় বসন্ত তোর কেনো এত মায়া,
নাকি তুই সব মায়ার পিছনে ছায়া।
জানিস বসন্ত, দক্ষিণের জানালায় যত দূর চোখ যায়,
এই ধুলোমাখা পথ ধরে, আর ঐ যে দূরের গাঁয়।
সব খানেই তোর মায়া, এত মায়া কেনো দিস?
ফাগুনের সব রঙ ঢেলে দিয়ে কেনো তুই আড়ালে থাকিস।
তুই তো বড় নিষ্ঠুর বসন্ত, ফাগুনের নামে আগুন জ্বালিয়ে,
অবশেষে হাসতে হাসতে যাস তুই অনেক দূরে পালিয়ে।
কিন্তু কেনো তবে এত মায়া?
এত রঙ ঢেলে দিস সেই তো আবার যাবি হারিয়ে,
কেঁদে কেঁদে সব রঙ মুছে যাবে জানি তবুও দেখবি না তুই ফিরে।
কি নিষ্ঠুর তুই বসন্ত, রঙ ছাড়া তোর আর কি বা আছে,
চাই না তোর কোনো রঙ, ক্ষণিকের রঙে চাই না নিজে কে সাজাতে।
সাহস থাকলে থেকে যা সারাজীবন রঙ মেখে আমার কাছে,
না হলে দূর হ, ভুলেও আসবি না ঢং দেখাতে কোনো রঙের সাজে।