পড়ন্ত বিকেল
পড়ন্ত বিকেলের রোদের ছটা,
চক চক করে ঔ জলের ফোটা।
দূর দীগন্তে যাচ্ছে চলে,
সূর্য মামা দিনের সব কাজ সেরে।
ঔ দেখনা দীঘির ধারে,
হাঁস গুলো সব খেলছে চরে।
প্রকৃতির এই দৃশ্য টাকে,
দেখনা কেউ অবহেলা করে।
হারিয়ে ফেলেছি গঞ্জ থেকে,
রাখাল বালকের ফিরে আসা কে।
পড়ন্ত বিকেলের রোদের ছটায়,
দাগ ফেলেছে মনের মণি কোঠায়।
ছোট্ট বালক বাড়ি ফেরে,
সূর্য ডুবে সন্ধ্যা হলে।
আজান দিয়ে সন্ধ্যা হল,
ঘরে ঘরে প্রদীপ জ্বেলে।
বুড়িমার ঔ ছাগল গুলো,
সন্ধ্যা হলে ঘরে আসে।
পড়ন্ত রোদের আলোর ছটায়,
মনে পড়ে যায় শৈশব বেলা।