লাঞ্চিত হলাম আমি আর,
আমার ব্যাকুল আশা।
হেরে শান্ত হলাম আমি,
আর আমার ভালোবাসা।
কথায় কথায় বলতে তুমি,
ছেড়ে যাবেনা তুমি যে আমায়।
কারণ ছাড়ায় গেলে তুমি,
খোজ নাও না তুমি আমায়।
লাঞ্চিত হলাম আমি আর,
আমার ব্যাকুল আশা।
মাঠের মাঝে পথটি বেয়ে,
চলতাম দুজন সাথে।
আজ তুমি আমায় ভুলে,
চলছ অন্য কারোর সাথে।
হঠ্যাৎ কবে দেখবে তুমি,
একলা আছি আমি।
যে কষ্ট দিয়েছো তুমি,
সেটা বয়ে নিয়ে বেড়াচ্ছি আমি।
তোমায় মনে পড়ে কি,
আজও রাতের বেলায়?
কি কথা দিয়েছিলে সেই,
বকুল তলায়?
কথা দিয়েছিলে তুমি,
আর কষ্ট নিয়ে বেড়ায় আমি।
সবি কি ছিল অভিনয়?
জানতে চায় আমার ভালোবাসার বিনিময়!