ভাবনা আমার আছে বলে, আছি তাই ভবে।
না থাকিলে ভাবনা মনে, পারতাম না থাকিতে
ত্রিভূবনে।
সুখ দুঃখ হাসি কান্না রইল মোর মনে,
এই সব নিয়ে থাকতে চাই আমি এ ভবে।
ভাবনা ছাড়া জীবন আমার জল ছাড়া নদী,
সুফলা সবুজ ভুমি, পক্ষীর ডাক মোর জীবনের গতি।
আকাশ পানে চেয়ে চাঁদ কে বন্ধু বলে ডাকি,
জোৎস্না ভরা রাতে আমি তোমায় ভেবে কাঁদি।
ভাবনা বিহীন জীবন আমার, শুকনো মরুভূমি।
বাংলা মায়ের ছেলে আমি, সবুজে ঘেরা আমার জন্মভূমি।
নদীর পাঁড়ে দাড়িয়ে আমি শৈশবের কথা মনে করি।
ভাবনা ছাড়া জীবন আমার বৃথা মনে করি।
ঔ আকাশের ভাবনা আমার মনে বিরাজ করে,
নীল সমুদ্র পাড়ি দিতে মনটা আনচান করে।
আবেগ ভরা ভাবনা আমার নতুন করে সাঁজে,
নামলে চোখ আঁধার হয়ে ভাবনা চলবে আপন সাঁঝে।