বেকার বেকার বেকার
শুনব কত দিন এ গান,
বেকারের আমি আর
আমার ডিগ্রির সমাহার।
বেকার আজ আমি তাই
প্রিয় জন যে আমার নাই,
কত ফর্ম ভরব আমি
ভরতে ভরতে ফকির আমি।
দিন শেষে রাত্রি এলে
বেকার যন্ত্রনা থালায় আসে,
বাবা বলে আর কত দিন
মা বলে দেখনা আর কটা দিন।
বুঝিনা না আমি দোষটা কার
আমি, না আমার ডিগ্রিটার,
মাঝে মাঝে ভাবি তাই
ডিগ্রিটাই বেকারত্বের দায়।
ডিগ্রি আর আমি দুজনই ভালা
বেকারত্ব কাটবে গোধূলি বেলা,
কষ্ট মোদের সারা বেলা,
দেখো শুধু তোমরা বেকারত্বের বেলা।