বন্দেমাতরম বন্দেমাতরম বন্দেমাতরম
বুক ফুলিয়ে গাইছি মোরা
ভারত মাতার জয়গান।
এর পিছনে আছে,
বীর শহিদের অবদান।
ক্ষুদিরামের ফাঁসির কথা,
সবাই মোরা জানি,
হাসি হাসি পরে ফাঁসি,
বাচিয়ে গেল ভারতবাসি,
দেখল সারা জগৎবাসি।
নেতাজীর ডাকে গেল দিল্লি,
নেতাজীর আজাদ বাহিনী।
গান্ধীজীর লাঠির ভয়ে গেল চলে,
অত্যাচারি ব্রিটিশ বাহিনী ।