একটা একটা উড়ে যায় পাতা
বাদামী খয়েরি, বিবর্ণ
পান্ডুর মুখে ভয়ার্ত জলছাপ
কেউটে, নেকড়ের, মৃত গো শাবক
কলুটোলায় বসেছিলাম একা
একটা সুনসান দুপুর চলে গেলো
মাথার উপর শীষ দিয়ে যায় অচিন পাখি
এখানেই নোঙর রঙচটা জীবনের
এখানেই আছি আমি, বেশ ছিলাম, নাদুসনুদুস শহরে
সত্যের ভয়ে নয় বিবেকের মৃৃৃৃদু দংশন
কিছুটা লোভ আদিম রিপু, কিছু সংস্কার
এখনো পথ আগলে দাঁড়ায়
পথিক তুমি চলে যাও আপন খেয়ালে
পড়ে থাক বাস্তুভিটা, কি দাম বলো একজীবনে
যেখানে জন্মেই পরাধীন, বন্দী অতসী অনলে
অঙ্কুরেই কীট দংশিত কুঁড়ি
পথ খুঁজে খুঁজে হারিয়েছি পথ অবেলায়
যদিও প্রসারিত দৃষ্টি, চকচকে লোভের আগুনে
কি দাম বলো বারোয়ারি উৎসবে, যেখানে সত্য অপাংক্তেয়
পঙ্গু বাসনা ঝুলে থাকে বিচ্ছিন্ন কাঁটা তারে
একটা একটা করে উড়ে যায় পাতা
পাতা ঝরার খেলায়, বাদামি, খয়েরি, কালো
অনাদিকাল থেকে সৃষ্টির অলঙ্ঘ ইশারায়
লোভের আগুনে পুড়ে পুড়ে পুড়ে
একদিন হরিৎ সন্ধ্যায় আমিও উড়ে যাবো
বাদামি, খয়েরি, কালো, বিচিত্র বর্ণে
তোমাদের এই বন্ধ্যা পৃথিবী থেকে অনেকটা দূরে
কোন এক জনাকীর্ণ পানশালায়