বিন্দু বিন্দু ঝরে জল
জানালার শার্শিতে এক চিলতে রোদ খেলা করে
যেন কোন পৌরাণিক অপচ্ছায়া একেলা নিশিতে
ঘুম ভেঙ্গে দেখি স্বপ্নের মথিত বাগান
একটুও ঠাঁই নেই বস্তি বা ভাগারে
কোথায় পাবো অবসর এই শ্রান্ত বেলা
যেটুকু খেলা ছিলো অন্তঃপুরে ভারী পর্দা ঢাকা
মুছে গেছে ঘন কুয়াশায় অদৃৃৃশ্য সূূূূর্যের বাগানে
এখন জীবন ক্লান্ত নূপুর, অস্তাচলের ছায়া
মলিন আলোয় ঢাকা প্রচ্ছদ, ধূলোমাখা চাঁদ
যেতে যেতে হারিয়ে গেছে পথ জনারণ্যে
ছোট্ট প্রাণ, ছোট কথা, ছোট ছোট ব্যথা
বড় ম্রিয়মাণ নিঠুর দাহে, নিষ্প্রভ, সফেদ
হয়তো একদিন ঘন কুয়াশায় আবার আসবে ফিরে
ঙখলিত বসন ; হাতে শূন্য পানপাত্র। হয়তো আবার
উঠবে জ্বলে ঝরা বকুল গভীর নিশিথে নক্ষত্রের বুকে
যেখানে যতো জমানো ব্যথা, না পাওয়া আঁধার
থাকবে জেগে তৃষ্ণা রুপে যুগে যুগে মানুষের বুকে
তবুও ঝরে বিন্দু বিন্দু জল, অন্তর্লোকে দুঃসহ দহনে