আশা
তবুও আশা বেঁধে রাখি
কালো রাত্রির আঁচল খুলে অপরূপ জ্যোৎস্নায় মাখামাখি
দুচোখে ঝরছে অবিরল স্বপ্ন
জন্ম থেকে জন্মান্তরে, আলোছায়ায়
বিকেলের সবটুকু সোনারোদ গাঁয়ে মেখে
মুছে নিই দিবসের ক্লান্তি
ভুলে যাই পথে যেতে যেতে ক্ষণিক বিষাদে
এখানেও ছিলো ক্লান্তি, ক্ষুধা, জরা
মৃত্যুকে ছুঁয়ে জেগে উঠি বারবার
জীবনের সীমানায় সোনার কাঠির ছোঁয়ায়
বুকের ভিতর গুঞ্জরি ফিরে নীল ভ্রমর
আহা, জীবন কতোনা মধুর রৌদ্র ছায়ায়
মনে পড়ে এই পথে আমিও ছিলাম আষাঢ় শ্রাবণে
মুগ্ধ বরষায়, সাথীগন ছিলো সাথে প্রভাত বেলায়
আশা ছিলো, স্বপ্ন ছিলো, ছিলো ছায়া তরু
সুধা ছিলো, প্রাণ ছিলো, ছিলো প্রেম হৃদয় জুড়ে
সাথীগন নেই সাথে, ধূসর স্মৃতি
মধ্যগগনের তাপে অকালে মিলায় যৌবন
ভাই, বন্ধু - স্বজন, আত্মার আত্মীয়, আত্মজ সকল
রঙিন ঘুড়ি, মিথ্য ফানুস, কেবলই টানে
শাখা ধরে টানে সবে
ওড়ে নীল প্রজাপতি জোনাক জ্বলা রাতে
কথা বলে, ঢেউ তোলে নির্জন সরোবরে
মুগ্ধতা ঝরে পড়ে শাখা প্রশাখায়, জীবনের নতুন বারতা
দোলে অঙ্কুর দমকা বাতাসে
জাগে জীবন নব কিশলয়ে, ভোরের শিশিরে
নবীন ঊষায়! আমারে সাথে নিয়ে যায়
জীবনের ভরা উৎসবে উজাড় পূর্ণিমায়
ভরে প্রাণ নতুন গানে স্বপ্নের বহ্নি উৎসব
শুধু আশা বেঁধে রাখি