দরজায় দাড়িয়ে কারা
নতশির
ফিরে যায় শতাব্দীর বাঁকে
অচেনা অন্ধকারে
জীবনকে ভালোবেসে
হাত থেকে খসে পড়ে উজ্জ্বল তারকা
ছোট্ট বদ্বীপ জুড়ে চকমকির আলো
জ্যোতিষ্কের জীবাশ্ম
রাঙতায় মোড়ানো প্রেম
চোখে জিঘাংসা, খুনের নেশা
বার বার ফিরে ফিরে আসে
নতমুখ জানালায়
ওরা কারা?
ওরা সময়ের সূর্য্য সন্তান
বাংলার ধমনির শেষ প্রবাহ
চিরন্তনী গান
মায়ের হাসি
এক ফালি চাঁদ
প্রেম হাসি গান, আলোর ফোয়ারা
ওরা আলোর অসীম ঝরণাধারা
তবু ওরা নতমুখ
ক্লান্ত
বিসর্জিত
ইতিহাস ওদের কথা বলেনা
সভ্যতা ওদের কথা বলেনা
চায়ের আসরে ওরা নেই
বৈকালিক আড্ডায় ওরা নেই
পুঁথি পুস্তকে ওরা নেই
কাব্যে সাহিত্যে ওরা নেই
শাসকের সদম্ভ উচ্চারণে ওরা নেই
প্রখর সূর্যালোকে ওরা নেই
গনতন্ত্র সমাজতন্ত্রেও ওরা নেই
ওরা আছে নতমুখ মানুষের বুকে
নির্বাক জনতার মুখে
রাতের আঁধারে শিশিরে শিশিরে
খসে পড়া তারায় তারায়
একনদী অশ্রুতে
পাহাড় আর নদীর নীরব স্রোতে
অবরুদ্ধ আত্মার স্বপ্নে
রক্ত আগুন আর মানুষের প্রেমে
ওরা যে রক্তবীজ
আগুনের পাখি