ওয়াজের মাঠে জড়ো হয় সবাই,
সত্যের পথে চলার যে দায়।
কাজ আর কথায় আলোর পথ,
নিয়মের বাঁধনে গাঁথা মহৎ।
বক্তার কণ্ঠে মায়াবী সুর,
তাহার কথায় মুছে যায় গ্লানি,
মিলিয়ে যায় জীবনভর ভুল,
আনে সে শান্তির সন্ধ্যানি।
আল্লাহর পথে চলার আহ্বান,
নফসের লড়াই ছাড়তে হয় মান,
ওয়াজের আসরে শেখায় সে কথা,
হৃদয়ের শুদ্ধি, জীবনের ব্যাখ্যা।
তুমি শুনো সেই ওয়াজের গান,
মনের ভিতর জাগে ইমান,
চলবে সঠিক পথে তোমার দিশা,
ওয়াজের আলোয় হবে পথের কিরণ।