পাহাড়ের কোলে, নদীর কূলে,
উপজাতির গ্রামে মিশে আছে ধূলোর গন্ধ,
প্রকৃতি আর মানুষের ছোঁয়ায়,
গড়ে ওঠে জীবনের এক সহজ বন্ধ।
তাদের চোখে থাকে এক অন্যরকম আলো,
মাটির স্নিগ্ধতায় মাখা সারা দেহখানি,
নির্লোভ জীবন, সরল হাসি,
বাঁচার গল্পটা যেন নদীর মতোই টলমল।
তারা জানে না শহরের বিলাসিতা,
তবু হৃদয় ভরা সুখের ঢেউ,
প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে,
তাদের জীবন যেন নীরব গান গায় স্রোতের বয়।
জঙ্গলের ছায়ায় কাটে দিন,
বাঁশি আর মাদলের তালে চলে নাচ,
মাটি আর সবুজের মাঝেই বাঁচে তারা,
তাদের জীবনটাই যেন প্রকৃতির কাছে এক রুচিশীল সাজ।
তাদের গল্পগুলো অনেক পুরনো,
তবু আজও নতুন করে বয়ে চলে,
উপজাতির জীবনের সুরে বাঁধা এক
অমলিন কাব্য, যা বুকে চিরকালই দোলে।