বিশ্ববিদ্যালয়, জ্ঞানতীর্থ তুই
বুদ্ধির বিজয়, যেখানে পথ খুলে যায়,
কঠিন শিলায় গাঁথা তোর ভিত্তি
চিন্তার মুক্তিতে দেয় গতি ও আয়।

আলোকের যজ্ঞে তোর দ্বার খোলা
তথ্যের স্রোতে ভাসে তোর ধারা,
অধ্যয়নের দীপ্তিতে সব প্রাণ
অন্ধকার থেকে পায় পূর্ণহারা।

পাণ্ডিত্যের মোহনা, তুই শক্তির আধার
মনে উদ্দীপনা, হাতেও জ্ঞানখড়ি,
যে আসে তোর কাছে পায় শক্তি,
বদলে যায় মন, আর খোঁজে পরি।

তোর প্রাঙ্গণে বাজে ভবিষ্যতের গান
অজানার তৃষ্ণা মেটে তোর আলোয়,
বিশ্ববিদ্যালয়, তুইই আমাদের পথপ্রদর্শক,
মানবতার শ্রেষ্ঠ অধ্যায় তুই লিখিছো মহিমায়।