তুমি যে আমার হৃদয়তলে ঝংকৃত তীব্র অনুরাগ,
তোমার নয়নে নৃত্য করে অশ্রুবিন্দুর সুগভীর সাগর।
তুমি যে আমার অন্তরের দাবানল,
তোমার স্পর্শে জ্বলে উঠে জীবনের তীব্র উত্তাপ।

তোমার ওষ্ঠে লুকানো বিদ্যুতের মর্মর ধ্বনি,
তুমি যে আমার অশান্তির নিঃশব্দ পাখি।
তোমার কেশের গন্ধে মাতাল হাওয়ার সুর,
তুমি যে আমার দুর্বার প্রেমের কালো মেঘ।

তুমি আমার নিখিলের ব্যাকুলতা,
তোমার ঠোঁটে লেগে থাকা বিষাক্ত চুম্বন,
তুমি যে আমার ভাঙনের গান,
তোমার বুকে রেখেছি স্বপ্নের ধ্বংসস্তূপ।

তুমি ছাড়া আমার দিন যেন তপ্ত মরুভূমি,
তুমি যে আমার প্রেমের প্রবল ঝড়,
তোমার ভালোবাসায় আমি চির বন্দী,
তুমি যে আমার জীবনের একমাত্র তৃষ্ণা।