নীল তিস্তা নদী, বহে নিরবধি,
তোমার বুকেতে কত সুরের ধারা।
দিগন্তজুড়ে সবুজের আহ্বান,
তোমার কূলে বাজে হৃদয়-তারা।

সকাল-বিকেলে, তোমার তরঙ্গে,
কৃষকের গানে মিশে সোনার রং।
তোমার পলিমাটি প্রাণে ছুঁয়ে যায়,
তোমার স্পর্শে জাগে প্রাণের সঙ্গ।

তুমি ইতিহাসের এক নীরব সাক্ষী,
বয়ে এনেছো সময়ের কাব্যগান।
তোমার স্রোতে লেখা প্রেম ও বেদনা,
তোমায় ঘিরেই গাঁয়ের রোদ্রছায়া।

তিস্তা, তুমি বাংলার স্নেহময়ী মা,
তোমার জলধারাই জীবন দেয় সবার।