হিমের ছোঁয়া নিয়ে নামে শীতের সকাল,
রোদের কিরণ ঘিরে রাখে গাঁয়ের আঁচল।
গাছের পাতায় জমে হিমের কণাগুলি,
আলতো আলোয় তারা যেন সোনা ঝুলি।
মাঠের ধারে শিশির ভেজা নরম ঘাস,
পায়ের তলায় নাচে মৃদু শীতল হাস।
বাচ্চারা হাত গরম করে শীতের উষ্ণতায়,
মায়ের আঁচলে মুখ মুড়ে খুঁজে শান্তি চায়।
পুকুর পাড়ে কুয়াশা ঘেরা নিস্তব্ধতা,
দূরের বাঁশবনেও যেন নিঃশ্বাসটা থমকে থাকে।
দুধের গন্ধে ভাসে সকালের গ্রাম,
খেজুরের রসেতে ভরে উঠছে খালি পাত্র দাম।
আলো আধারে জেগে ওঠে মাটির সোঁদা গন্ধ,
শীতের সকালে মুগ্ধ মন খোঁজে আরেক ফন্দ।
প্রকৃতি যেন মাতৃময়ী, শান্তির ছোঁয়া,
শীতের সকাল ছুঁয়ে যায় জীবনের গহনা।