গভীর জঙ্গলের মাটি, তার ঘ্রাণে জাগে প্রাণ,
পাথরের কঠোর বুকেও ফোটে জীবনের গান।
পুষ্পার চোখের আগুন, তেজে জ্বলে তার স্বত্বা,
অন্ধকারেও জ্বলতে শিখে তার আত্মার প্রদীপটা।

শ্রমের ঘামে ভেজা দিন, হাতের লাল কাঁটা,
জীবনের লড়াই শিখিয়ে দেয়, আশা হতে পারে পাথেয়।
পুষ্পার গল্প আমাদের শেখায়,
জীবনের বাধা যতই হোক, থামতে নেই সাহসে।

মানুষের তাচ্ছিল্য, অমানবিক রীতি,
তাকে থামাতে পারেনি, করেছে জাগ্রত শক্তি।
নিজের পথ নিজেই বানায়, নিয়তি যার হাতে,
পুষ্পা শুধু নাম নয়, প্রতীক প্রত্যয়ের রাতে।