তোমার সাথে হেঁটেছি বনে—
সোনালী বিকেলের ছায়া-মাখা পথে,
গোধূলি রঙের আকাশে—
কোনো এক অজানা মুহূর্তে
প্রকৃতির প্রেমে ডুবেছি আমিও।

তুমি জানো না,
এই বাতাসে তোমার গন্ধ মেশানো,
পাতার ফাঁকে ফাঁকে সূর্যের ঝিলিক—
ঠিক যেন তোমার হাসি,
নদীর তীরের নরম বালি,
তোমার হাতে হাত রাখার মতন কোমল।

তুমি আর প্রকৃতি—
দুজনেই মিশে গেছো আমার মনে,
পাখিদের ডাকে শুনি তোমার কণ্ঠ,
ফুলের গন্ধে খুঁজে পাই তোমার স্পর্শ—
আবার মনে হয়, এই শ্যামল পৃথিবী,
তোমারই হৃদয়ের প্রকাশ।

তোমার দিকে তাকিয়ে বুঝি,
প্রকৃতিও ভালোবেসেছে,
গাছের পাতায় নীরব সুর তুলেছে—
চাঁদ, তারা, আর নদীর ঢেউয়ে,
আমরা হারিয়ে যাই
এক মহাজাগতিক ভালোবাসার চিত্রে।