মানুষ মানুষকে ভুল বোঝে,
শব্দের মাঝে দ্বিধা খোঁজে।
মনের কথা চাপা থাকে,
দৃষ্টি যেন ধোঁয়ায় ঢাকা।

অভিনয়েই ঢেকে রাখে,
হাসির আড়াল কান্না থাকে।
কেউ বুঝে না, কেউ জানে না,
অসার হাসির মানে না।

সত্য গুলো রঙ মেখে যায়,
মিথ্যা সেথা ছায়া পায়।
কেউ ভালোবেসে দূরে সরে,
কেউ অবহেলায় কাছে ভিড়ে।

কিছু কথা বলা হয় না,
চোখের ভাষা বোঝা যায় না।
মানুষ মানুষকে ভুল বোঝে,
অভিনয়ে হৃদয় খোঁজে।