তপ্ত কঞ্চির আলয়, চির-ভোজনের নিরব গ্রাম,
চা-কাপের শোণিতে লুকায় শীতল সমারোহ ধাম।
ঘন কুয়াশা চাদরে মুড়িয়ে, ব্যথার বিষয়ে মগ্ন পাড়াগাঁ,
মাঝে মাঝে বয়ে যায় অকূল নিরবতা, যেন রুদ্ধ-বাক্যতা।
ঈষৎ শ্বাস ছেড়ে, উত্তপ্তের ধোঁয়ায়, সেই অমৃত সুধা—
মিশে থাকে বৃষ্টিমাটির শোধিত সূরার কণা।
নাড়ীর নিবিড় আঁকড়, সতেজ কান্তির পরম আলো,
চায়ের স্বাদে জাগ্রত, অন্তরের গভীরতম ভালো।
চিরকালের রুদ্ধ ছায়ায়, শত কথার বন্ধন জালে,
অন্নপান সুধার মাধুর্যে, অমর স্মৃতির সুবাস ছায়ায় মিলে।
মায়ের হাতের ঐ কাপে বন্দি, বিস্তৃত নিবিড় অনুভূতির তৃষা,
অন্নপান সুধার শেষ চুমুক, সেই প্রথম ভালোবাসার দিশা।