ওরে ধূসর রাজার ধ্বজাধারী,
তোর মঞ্চে বাজে অহংকারের নূপুর-তালি।
তুই কি জানিস, তোর সাম্রাজ্যের রথ,
মানুষের রক্তে চাকা পায় গত?
স্বর্ণ-মুকুট পরিস রে তুমি,
মাথায় তোমার গরিমার গুণগান জমি।
তোর রাজসভা হাসে মিথ্যার সুরে,
তবু কি শান্তি মেলে জীবনের পুরে?
সীমান্তে আগুন জ্বালাস রে তুই,
মানুষের হৃদয়ে ভয় তোর ছুঁই।
অভিজ্ঞান তোর অশ্বের ক্ষুরে বাজে,
ধ্বংসের মন্ত্র তুই গাহিস কাজে।
তুই কি জানিস, এ সভ্যতার ধারা,
নীরবে গড়ে মানুষেরই সারা?
তোর শক্তি ফুরাবে, সময়ের সাথে,
তখন তোর অহংকার ঝরিবে রাতে।
সত্যের বজ্র একদিন আসবে,
তোর সাম্রাজ্যের ভিত কাঁপবে।
মানুষের গানে জাগিবে আলো,
মিথ্যার ছায়া হবে অচল কালো।
ওরে ধূসর রাজার ধ্বজাধারী,
তুই ভুলিস নে, তোর রাজা ক্ষণস্থায়ী।
অহংকারে ডুবে যে রাজা চলে,
তার শাসন একদিন ঝরে শূন্যে।