নাশের পথে যেই চলে, নীতি তার কর্ণকুহরে,
তাঁদের আমি বিক্ষোভের শূন্যে উড়াই সিংহগর্জনে।
মিথ্যের অন্ধকারে যারা আঁকড়ে ধরে পাপের খেলা,
তাদের সামনে আমি দাঁড়াই, ন্যায়ের ধ্বজা তুলে অক্ষয় বেলা।
অধর্মের ধুলো মাখা যাত্রা তাদের,
তাদের হৃদয় জড়ানো জাল, শয়তানের সাথে মিলন।
তবু আমি নীরব নই, জ্বালাবো চেতনার শিখা
সত্যের গর্জনে উড়াই সেই পাপের পোষাক - বিদায়!
বাঁচতে গেলে ন্যায়ের পথে হাঁটো, সত্যের আলো ধরো,
কুচক্রীদের দম্ভের জাল ছিঁড়ে ফেলো - মুক্তির ডঙ্কা বাজাও।
নৈতিকতা জাগ্রত যদি হয়, জাগ্রত হয় মানবতা,
আকাশে উড়বে সেই পতাকা - স্বাধীনতার, সত্যের, ন্যায়ের জয়গাথা!