নদী চলে তার আপন পথে,
জন্মের পর শুরু তার যাত্রা—
কোথাও পাহাড় থেকে, কোথাও ছোট্ট ঝর্ণা,
কোনো বাঁক নেই, নেই বিরাম।
মানুষও তো শুরু করে একইভাবে,
জন্মের পর এগোয় জীবনের বুকে।
নদী বহন করে কাদা, পাথর, ফুল,
কখনো বয়ে আনে শান্ত জলের ঢেউ,
আবার কখনো প্রবল বন্যার উন্মাদনা।
মানুষও বয়ে আনে স্মৃতি, আশা আর ক্ষতি,
কখনো সুখে, কখনো অশ্রুতে বয়ে চলে।
নদী মিশে যায় একদিন সাগরের বুকে,
হারিয়ে যায় নিজের নাম, নিজের রূপ।
মানুষও তো তেমনি, শেষে হারিয়ে যায়—
মৃত্যুর সাগরে বিলীন হয়ে,
তবু তার কর্ম, তার ভালোবাসা থেকে যায়।
নদী সৃষ্টির প্রতীক,
মানুষ তার স্বপ্নের পথিক।
যেমন নদী মাটিকে বাঁচিয়ে রাখে তার জলে,
মানুষও রেখে যায় তার ছাপ—
প্রতিটি হৃদয়ে, প্রতিটি ভালোবাসার গল্পে।