এই নতুন দিনের ভোরে,
আলোর স্রোতে ভাসে ধরণী,
পাখির ডাকে জাগে বসুন্ধরা,
সবুজ পাতায় খেলে স্নিগ্ধ রবি।

প্রাণের গভীরে আজ,
উদিত হোক নতুন স্বপ্নের গান,
শ্রমিকের হাতে বীজ রোপিত,
মাটির গন্ধে ভরে উঠুক প্রাণ।

চাষীর ঘামে ফসল ফলবে,
কৃষ্ণাভ মেঘে বৃষ্টি ঝরবে,
প্রাণের সুরে মেতে উঠুক ভূমি,
নতুন পথে চলার অঙ্গীকার হবে।

আলো-ছায়ার খেলায়,
মুক্তির পথে যাত্রা শুরু,
নবীন দিন এনে দেবে আশা,
দেশের বুকে ফুটবে সোনালী হাসি।