হাসি-ঠাট্টার আড়ালে লুকানো প্রেম,
হৃদয়ের গভীরে অজানা কেমন এক তৃষ্ণা,
হৃদস্পন্দনে বাজে ভালোবাসার সুর,
কিন্তু কেউ বলে না, শুধু থাকে ছলনা।
চোখে চোখ রেখে বুঝে নেওয়া যায়,
কথা ছাড়াই যেন মনের কথা হয় জানা,
এই নিঃশব্দ ভালোবাসা,
সিনেমার মতোই কিন্তু বাস্তবেই মানা।
শহরের ভিড়ে, অগণিত মুখের ভিড়ে,
দুটি মন একসাথে খুঁজে নেয় শান্তি,
হাত ধরা না হলেও মনে মনে ধরে থাকে হাত,
এইতো প্রেম, নিঃশব্দ ভালোবাসার এই খেলায় বন্দী।
সময় গড়ায়, গল্প এগোয়,
হাসি, কান্না, ভুল বোঝাবুঝি সবকিছুই চলে,
কিন্তু শেষে—সেই চিরচেনা মোড়,
দুটি মন এক হয়ে যায় ভালোবাসার পথ ধরে।
এটা কোনো সিনেমা নয়, নয় কোনো গল্প,
এটা জীবনের প্রতিটি মুহূর্তের ধ্রুব সত্য,
প্রেম আসলে এমনই—নিঃশব্দ, অথচ প্রবল,
হৃদয়ে লেখা, কোনো সিনেমার স্ক্রিপ্ট ছাড়াই।
time : jun,2021