নির্জন কবরের পাশে দাঁড়িয়ে,
শূন্য আকাশে তাকাই থমকে,
শোকের বাতাস হালকা বয়ে যায়,
মৃত্যুর ছায়ায় জীবন নত।
নিরব ধরণী ঢেকে রাখে,
চিরকালীন ঘুমের সান্ত্বনা,
মাটির নিচে হারিয়ে যায়,
জীবনের গল্প, স্মৃতি অনন্ত।
চাঁদের আলো পড়ে শান্ত হয়ে,
কবরের পাশে ঢেউ তোলে,
হৃদয়ের গভীরে কান্না লুকিয়ে,
বিষাদের ছায়ায় কিছু কথা বলে।
সময়ের স্রোতে ভেসে যায় সব,
মৃত্যুই যে শেষ বাণী,
কিন্তু স্মৃতির পাতায় থাকে জমা,
চিরকালীন সেই নীরব বাণী।