গ্রামের মেঠোপথে চলছিল মেলা,
সবার মুখে হাসির বেলা।
কিন্তু মায়ের চোখে ছিলো যে জল,
হৃদয় ভরা সান্ত্বনার ছল।
মায়ের নাম যে জয়, শুনলে মনে হয়,
কঠিন জীবন সে করেছে জয়।
ধানক্ষেতে খেটে সারাদিন,
তবু মুখে তার ছিলো স্নিগ্ধ চিন।
ছোট্ট ছেলের মায়ের স্নেহে বাঁচা,
তার ইচ্ছেগুলো মায়ের আশা।
পড়াশোনায় ছেলেকে চায় বড় করতে,
নিজের শখ সব দেয় ছেলেকে হারাতে।
একদিন ছেলেটি ফিরল শহর থেকে,
মায়ের কোলে সাফল্য রেখে।
চাকরি পেয়ে বলল, "মা, এই তো জয়,
তোমার সব পরিশ্রম হলো সফল হয়!"
মা বলল, "জয় তো তুই-ই রে, সোনা,
তোর জন্যেই এ জীবন রঙিন দিশা।
তোর মুখের হাসিই আমার সব কিছু,
এটাই তো জীবনের সবচেয়ে বড় মুচ্ছো।"