কত দূর পাড়ি দিলাম, ঘুরে এলাম কত দেশ,
তবু মাটির টানে, ফিরে আসি তোমার বেশ।
নীল আকাশ, সবুজ মাঠ, বাংলার সেই ডাক,
তোমার মায়ায় বাঁধা, মন যেন উড়ে যাক।।

তুমি আমার মাটি, তুমি আমার আলো,
তোমার গানে জেগে উঠি, তোমাতেই ভালো।
শক্তিতে তুমি ভরা, আশা ও স্নেহের আলো,
তোমার বুকেই ফিরে আসি, চিরকাল ভালো।।

তোমার পথেই আমার সব স্বপ্নের ঠিকানা,
তুমি মায়ের মতন, আমার বাংলার মানা।
তোমার সাথে জীবন আমার জড়িয়ে আছে চিরকাল,
তোমার এই আশ্রয়েই মিটে যাবে সকল কাল।।