আমি মানুষ, নই দানব, নই পাষাণের দল,
আমার বুকে প্রেম জাগে, হাসি অশ্রু জল।
বিশ্বজুড়ে আমার ভ্রাতৃত্বের ডালা,
আমি শান্তির সৈনিক, বিপ্লবের খোলা।

আকাশের নীচে, মাটির বুকে, খুঁজে ফিরি প্রেম,
মানুষের মাঝে মানুষেরই দেখিতে হই দেম!
হৃদয়ে বাজে শ্যামল ছন্দ, ঐক্যের দোলায়,
মানবতার গান শুনাই, শোনাও আমায়।

জন্মেছি এই ধরার বুকে মিলনের স্বপ্ন নিয়ে,
সব বাধা ভাঙি, একাকার করি, দূর করিঁ বিষাদ হিয়ে।
শান্তি-ধ্বজা আমার হাতে, চলি এগিয়ে বীর,
মানবতা আমার দিশারী, পথ চলি ধীর।

নাই ভেদাভেদ, নাই দুঃখের জাল,
তোমার হাতে আমার হাত, এটাই হোক কাল।
আমি সেই বিদ্রোহী রণক্লান্ত, প্রেমের সুরে মাতি,
মানবতার জয়গান গাই, দাও হৃদয় খাঁটি!