ঈমানের আলোয় আলোকিত পথ, তাহারই জন্য জীবনটা হয় অর্থবহ। অন্তরের গভীরে বিশ্বাসের ডালি, তাতেই খুঁজে পাই শান্তি নিরবধি।
বিশ্বাসের দোরে ভরসার হাত, আল্লাহই যে একমাত্র সহায় এই যাত্রাপথ। অন্ধকারে যখন পথ হারাই আমি, ঈমানের আলোয় ফিরে আসি পুনরায় স্বপ্নে ভরা দিন।
সঠিক পথে চলার এটাই যে দিশা, মনের মধ্যে জ্বালিয়ে রাখি বিশ্বাসের প্রদীপটা। চলতে গেলে আঁধার আসবেই পথে, কিন্তু ঈমানের আলোয় আল্লাহই আছেন সাথে।
ঈমানের শক্তি, বিশ্বাসের দৃঢ়তা, এই জীবন চলুক তাঁরই পথের সুরত। তুমি থাকো তাঁর রহমতের ছায়ায়, এই দুনিয়া আর আখিরাতেও সফলতা পাবে তায়।