ঘুম আসছে ধীরে ধীরে,
চোখে নেমে ঝাপসা করে।
মাথার ভেতর একটুখানি,
ঘুম পেতে ডাকে শোরগোল করে।

বালিশ তলে স্বপ্নগুলো,
ঘুমের ভেতর বুনছে তাঁতি।
জীবনের ক্লান্তি ঢাকতে,
ঘুমের মধ্যে শান্তি।

ঘুম আসছে নিঃশব্দে,
নিবিড় ছায়ার মতো।
তাকিয়ে দেখলে গভীরভাবে,
মনের ভেতর ছুটছে তো।

স্বপ্নেরা গোপন গল্প বলে,
বিজ্ঞান যতই ব্যাখ্যা করুক,
ঘুম সেই রূপের মাঝে,
সবই যেন ঘোলাটে অস্পষ্ট!