অন্ধকারে ঘিরে আসে গুমোট সুর, যেখানে ন্যায়ের পথ হারায় তার দিক। চক্রবাঁধা শৃঙ্খলে বাঁধা এক সমাজ, নির্যাতিত আশা, বুকের ভেতরে ক্ষত।

প্রভুরা বলেছে, সবার জন্য সমান, কিন্তু বাস্তবের মঞ্চে, অসমান খেলা। অন্যায়ের রঙে সাজানো এই মঞ্চে, অর্থ-বান্ধবদের দাপটে শাসন চলে।

স্বাধীনতার নাম, শুধু মুখে বলা, বৈষম্যের সীমানা, কাঁটাতারের দিঘল। সার্বভৌমের দাওয়াই, অসহায়ের কান্না, গভীর গহ্বরে চাপা, বিচারহীন নিশানা।

মৌন গণনা, প্রতারিত মানুষের হাহাকার, যাদের স্বপ্ন চুরমার, জাগে অভিশাপ। নির্বাসিত আদর্শ, মিছে গানের নোটে, যুদ্ধের রণধ্বনি, লুপ্ত আমাদের সুরে।

নিষ্ঠুরতা আর তাত্ত্বিক দুর্নীতির ছায়ায়, স্বপ্নের পালক, ছিন্ন হয়ে পড়ে। আলোর পথের সন্ধান, ক্ষণে ক্ষণে সন্ধানী, ফ্যাসিবাদের বিপরীতে, মানবতার এক শপথ।