ফাহিমা আক্তার নামের মেয়েটি,
চার মাস ছিল প্রেমের ঘোর,
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গাছের ছায়ায়—
গল্প জমেছিল অজস্রই যত।

প্রতিদিন বিকেলের সময়,
হাঁটতাম হাতে হাত রেখে,
ক্যাম্পাসের পথে কিংবা
রিকশায় ঘুরে ফিরি,

তাকে আমি মনের গহীনে বেঁধে নিয়েছিলাম,
ভেবেছিলাম এ প্রেমও হবে চিরন্তন।
কিন্তু সে বলল, তার বাড়ি থেকে মেনে নেবে না—
আমার ভালোবাসার আঁধার করে দিল সে ফাঁকা।

বুকে জমেছে কষ্টের পাহাড়,
অশ্রুর ঢেউয়ে ডুবছে মন,
সেই স্মৃতিগুলো আজ শুধু ব্যথায় বেজে ওঠে—
রিকশার চাকার মতো ঘোরে সেই সব ক্ষণ।

হয়তো সে ভুলেই যাবে আমার নাম,
ভুলে যাবে গল্পগুলো, সময়ের ধুলায় ঢেকে,
কিন্তু আমার হৃদয়ে জ্বলবে সেই স্মৃতি,
ভালোবাসা হয়নি পূর্ণ, তবু আছে বেদনায় মেতে।

আজও মনে পড়ে তার সেই মুখের হাসি,
প্রতারণার মাঝেও যেন সে রয়ে গেছে,
আমার জীবনের কাব্যে তবু লিখা রয়ে গেল
ফাহিমা নামের বিরহের ব্যথা—

ভালোবাসার সুরে রইল,
প্রেমের সেই ক্ষত—
হৃদয়ে আঁকা হলো এক অব্যক্ত কবিতা।