ড. ইউনূস, তোমার কথায় জাগে আলোর উজ্জ্বল ঝরো,
মানুষের হৃদয়ে তুমি আশা বুনো।
ক্ষুদ্র ঋণের স্বপ্নে দিলে নব প্রাণের দিশা,
দারিদ্র্যের আঁধার ঠেলে আনলে আলোর নিশা।

তোমার চোখের জ্যোতি অগ্নিশিখার সমান,
নিজের নয়, তা গোটা পৃথিবীর অম্লান।
নারীর হাতে দিলে সাহস, শক্তি আর কথা,
ক্ষুদ্র স্বপ্নগুলো করলে বৃহৎ ব্যাখা।

নোবেলের আলোয় স্নান, তবু রয়ে গেলে মাটিতে,
তোমার উদ্যোগ রইল মানবতার ঘাটিতে।
শিক্ষা আর করুণায় গড়েছো এক দিশা,
তোমার পথই হোক সবার নতুন দিশা।

তুমি আছো ন্যায়ের পক্ষে, মানবতার মাঝে,
অটল তোমার কণ্ঠ, সত্যের কাজে।
তোমার মতো মানুষ ইতিহাস করে সৃষ্টি,
তোমার মতো হাতেই জাগে ভবিষ্যৎের দৃষ্টি।