ওগো তুমি দূরের মেঘের মতো—
মরুর বুকে আসে, ছায়া ফেলে,
চলে যায় তবু তার সৌরভে ভরা,
অন্তর-মাঝে সেই আভাস মেলে।

যত দিন গেছে, ততই প্রিয়,
তোমায় চেয়ে কেটেছে রাত,
তোমার স্মৃতির অন্ধকারে মোড়া
আমার প্রতিক্ষার তৃষ্ণার চিত্ত।

চাই যে কেবল তোমায় পেতে,
অসহ্য এই প্রভাত-বিকেল,
তোমার পানে চোখ মেলে রাখি,
যেন রাতও আমার খুঁজে পায় সকালের মেল।

এই দূরে দূরে বাঁধা আমাদের,
তবুও কাছে আসে প্রেমের সুরে,
যেখানে সময় থেমে যায়, দূরত্ব মুছে,
তুমি আর আমি মিলে যাই, জগতের দূরে।

তুমি আমার জীবনের শুদ্ধ রাগিণী,
আমার সব গানের উৎস তুমি,
দীর্ঘ দিনের এ প্রেমের তরঙ্গে,
আমি রয়ে যাবো তব চোখের তৃষ্ণায় ডুবি।